logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৮
শিগগিরই ইউজিসির সঙ্গে থাইল্যান্ডের ভার্সিটির চুক্তি

বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় মাহিদুল ইউনিভার্সিটির সঙ্গে শিগগিরই সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ বিশ্ববিবিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। চুক্তির অধীনে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, ইউজিসি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য বৃত্তি, ফেলোশিপ ও প্রশিক্ষণ সুবিধা দেবে। মাহিদুল ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন মিস. পাটচারি ল্যেরিরি’র নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলির সঙ্গে ইউজিসিতে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। প্রফেসর ড. শাহ নওয়াজ আলি বলেন, ইউজিসি বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে মাহিদুল ইউনিভার্সিটিসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি মাহিদুল ইউনিভার্সিটির প্রতিনিধি দলকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অন্তত পাঁচটি বৃত্তি প্রদানের অনুরোধ করেন। তিনি বলেন, এ সমঝোতা এবং বিনিময় চুক্তি দুই দেশের উচ্চশিক্ষা বিশেষ করে গবেষণা ও উন্নয়নমূলক কর্মকা-কে বেগবান করবে। এ সময় ইউজিসি সচিব ড. মো. খালেদ, পরিচালক ড. মো. ফখরুল ইসলাম ও অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে থাইল্যান্ডের এ প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বে সুবিদিত। এ বিশ^বিদ্যালয় থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য ¯œাতকোত্তর পর্যায়ে বৃত্তি প্রদান করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]