logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, সেপ্টেম্বর ৩০, ২০১৮
১ অক্টোবর থেকে স্তন ক্যান্সার সচেতনতা শুরু
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস ফোরাম (বিবিসিএএফ) এবং রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর যৌথ উদ্যোগে মাসব্যাপী ক্যান্সারবিষয়ক কর্মসূচি কাল সোমবার থেকে শুরু হচ্ছে। স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে। এ বছর কর্মসূচির মূল প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধ পানে স্তন ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়’। কর্মসূচির অংশ হিসেবে আজ বিকালে ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। তিনি সাংবাদিকদের জানান, ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের ২০১৮ জরিপ অনুসারে, প্রতি বছর ১২ হাজার ৭৬৪ জন নারী ক্যান্সারে আক্রান্ত হন। তাদের মধ্যে শতকরা ১৯ ভাগ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]