logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, মে ১৬, ২০১৯
আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরে দিনব্যাপী অনুষ্ঠান

১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সকাল ৯ টা ৩০ মিনিট থেকে র‌্যালি, জাদুঘর ভবনের তৃতীয় তলায় নবসজ্জিত অস্ত্রশস্ত্র গ্যালারি উদ্বোধন, শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আমার দেখা জাদুঘর’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, নতুন কলেবরে মুদ্রিত ‘জাদুঘর সমাচার’-এর মোড়ক উন্মোচন এবং ‘নলিনীকান্ত ভট্টশালী : বাংলার প্রতœ গবেষণায় একনিষ্ঠ সাধক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করবেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. একেএম শাহনেওয়াজ। আলোচক হিসেবে বিশিষ্ট লেখক ও গবেষক আলী ইমাম, বিশিষ্ট ইতিহাসবিদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন, বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য অধ্যাপক মাহফুজা খানম এবং বিশিষ্ট ফোকলোরবিদ ও বঙ্গবন্ধু অধ্যাপক শামসুজ্জামান খান। সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : info@alokitobangladesh.com, alokitobd7@gmail.com, alokitobdad@gmail.com