logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯
পুঁজিবাজারে বিমা খাতের দাপট
নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপ টেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। ১০টির মধ্যে ৯টিই তাদের দখলে। সবগুলোর শীর্ষে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স। এ দিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪৩৪ বারে ১০ লাখ ৫৮ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিজিআইসি। এ দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৭২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩৬৬ বারে ৭ লাখ ৬১ হাজার ৭৯৩টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা।
গ্লোবাল ইন্স্যুরেন্স তৃতীয় স্থানে রয়েছে। এ দিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৮০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৬০২ বারে ২৯ লাখ ৪৪ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৭ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ভিএফএস থ্রেড ডায়িং, ঢাকা ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]