logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বৃহস্পতিবার, জুন ১৩, ২০১৯
সড়ক দুর্ঘটনা
ঈদযাত্রায় ১২ দিনে ২৪৭ জন নিহত
নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরে সড়ক, রেল ও নৌপথে ১২ দিনে ২১২টি দুর্ঘটনায় ২৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সড়কেই মারা গেছেন ২২১ জন। এসব সড়কে দুর্ঘটনায় আহতের সংখ্যা ৬৫২; যাদের মধ্যে পঙ্গু হয়েছেন ৩৭৫ জন। বুধবার জাতীয় প্রেসক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। বিভিন্ন হাসপাতাল ও গণমাধ্যম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ১২ দিনের এ চিত্র দেখতে পান তারা।
কামরুল ইসলাম আরও জানান, ১২ দিনে সড়ক ও মহাসড়কে ১৮৫টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২১ জনের। এতে আহত হয়েছেন আরও ২৪৭ জন। এছাড়া নৌপথে পাঁচটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের ও আহত হয়েছেন আরও ১২ জন। একই সময়ে রেলপথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ২২ জনের। যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ তাদের পর্যবেক্ষণে তুলে ধরেন জানায়, এসব দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল ৬৩টি বাস, ৩৮টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১৯টি প্রাইভেট কার ও মাইক্রোবাস,  ৩০টি নসিমন-করিমন, ভটভটি, ইজিবাইক ও অটোরিকশা, ৬৪টি মোটরসাইকেল এবং ২৬টি অন্যান্য যানবাহন। এর মধ্যে ৫১টি গাড়িচাপায়, ৮১টি মুখোমুখি সংঘর্ষে, ১৯টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ও অন্যান্য কারণে ৩৪টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার কারণ হিসেবে তারা বলেন, ঈদকেন্দ্রিক অতিরিক্ত যাত্রীর চাপ, চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অদক্ষ চালকের কাছে দৈনিক চুক্তিতে যানবাহন ভাড়া দেওয়া। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]