logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জুলাই ১২, ২০১৯
সংবাদ সংক্ষেপ

সম্মাননা প্রদান
নাটোর প্রতিনিধি 

নাটোরের বাগাতিপাড়ায় বৃহস্পতিবার পরিবার পরিকল্পনায় মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ চার ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় অহিদুল ইসলাম গকুল, মোমরেজ আলী, ডা. আমিনুল হক, খাদেমুল ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 


মাসিক সভা 
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে চলতি মাসের উপজেলা পরিষদের সমন্বয় কমিটি ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউএনও সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানা শিলা, ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুহীব উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মান্নান প্রমুখ।  


মতবিনিময় সভা 
আড়াইহাজার (না.গঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার থানায় পুলিশের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। ওসি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় সেকেন্ড অফিসার ফাইজুর, সাংবাদিক এমএ হাকিম ভূঁইয়া, জাকির হোসেন, মাছুম বিল্লাহ, মজিবুর রহমান, হারাধন চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন। 


পুরস্কার বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ইউএনও সোহেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি। এসময় জহির উদ্দিন মাহমুদ লিপটন, ডা. নূরুল আলম, ওসি মঈন উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 


নবীনবরণ 
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ একেএম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিবা-নৈশ কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা।


 অস্ত্রসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ কোরবান হোসেন নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শার্শা বলফিল্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত কোরবান হোসেন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের নওশের আলীর ছেলে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]