logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জুলাই ১২, ২০১৯
বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি-আলোচনা
‘জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’
আলোকিত ডেস্ক

‘জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নায়ন’ এই ভাবান্তর নিয়ে এবং ‘জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
রংপুর : অনুষ্ঠানে বিভাগীয় ভারপ্রাপ্ত কমিশনার জাকির হোসেন, পরিবার পরিকল্পনা রংপুর বিভাগীয় পরিচালক মাহবুব আলম, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমেদ, জেলা প্রশাসক আসিব আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা : অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা, সিভিল সার্জন ডা. এএসএম আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। 
ব্রাহ্মণবাড়িয়া : সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সিভিল সার্জন ডা. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ উপস্থিত ছিলেন। 
রাঙ্গামাটি : জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সিভিল সার্জন শহীদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
চাঁদপুর : জেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. মো. ইলিয়াছের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ। 
বাগেরহাট : গুরু প্রসাদ ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম প্রমুখ।
মাগুরা : ইউএনও দিলারা রহমানের সভাপতিত্বে আলোচনায় উপজেলা চেয়ারম্যান মিয়া মাহদুদুল গনি শাহীন, ডা. অপূর্ব কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। 
মুন্সীগঞ্জ : জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় স্থানীয় এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, অধ্যক্ষ মেজর শরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 
নোয়াখালী : র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জহিরুল ইসলাম। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]