logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, জুলাই ১২, ২০১৯
শপথ নিলেন বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ
সংসদ প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিজয়ী বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান। এ নিয়ে বিএনপির সাত সংসদ সদস্য একাদশ জাতীয় সংসদে যোগ দিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন সিরাজ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভরাডুবির পর এ সংসদকে অবৈধ আখ্যা দিয়ে সংসদে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। কিন্তু পরে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাহিদুর রহমান নামে বিএনপির বিজয়ী এক নেতা শপথ নেন। এরপর অন্যরাও শপথ নেন। শুধু মির্জা ফখরুল বাদ ছিলেন। এ নিয়ে সংরক্ষিত আসনের সদস্যসহ মোট সাত বিএনপি নেতাকে এবারের সংসদে দেখা যাবে।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম এমপি, হারুনুর রশীদ এমপি, আমিনুল ইসলাম এমপি, মোশাররফ হোসেন এমপি, জাহিদুর রহমান জাহিদ এমপি এবং রুমিন ফারহানা এমপি উপস্থিত ছিলেন। 
শপথ গ্রহণ শেষে গোলাম মোহাম্মদ সিরাজ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]