ঢাকা ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার শুভেচ্ছা

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করায় গত (সোমবার) ১৫ জানুয়ারি দেশ-নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, সিডনি আওয়ামী লীগ ও মেলবোর্ন আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. সিরাজুল হক বলেন ১৬ কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি। এ বিজয়ে আপনাকে শুভেচ্ছা।

আপনি সুস্থ থাকুন, দীর্ঘদিন বেঁচে থাকুন আমাদের মাঝে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সভাপতি গাউসুল আলম শাহজাদা, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.ম হক, সাংগঠনিক সম্পাদক আব্দুস শকুর, কোষাধ্যক্ষ এইচ এম লাবু, সেচ্ছাসেবক লীগের সচিব শহিদুল ইসলাম, মেলবোর্ন আওয়ামী লীগের সভাপতি ড: আলম মাহবুব ও যুগ্ম সাধারণ সম্পাদক ড: মোল্লা হক প্রমুখ। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সভাপতি ড. সিরাজুল হক এর নেতৃত্বে নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে প্রায় ৩০ জনের বিশাল টিম নিয়ে অস্ট্রেলিয়া থেকে এসে দেশের বিভিন্ন জেলাতে নির্বাচনী কাজ করে। আওয়ামী লীগের এবারের ইশতেহারের স্লোগান- ‘স্মার্ট বাংলাদেশ : উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’।

শুভেচ্ছা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত