ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

মালয়েশিয়ার পাহাং রাজ্যের জালান কাম্পুং পুলাউ মানসোক-জেরানটুট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা পিতা-পুত্র।

শুক্রবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত বাংলাদেশি মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎপুত্র মুহাম্মদ ফাইক আকওয়া আব্দুল্লাহকে (৯) মোটর সাইকেলযোগে স্কুলে নিয়ে যাওয়ার পথে রাস্তার একটি গর্ত এড়াতে চেষ্টা করেছিলেন। সেসময় বিপরীত দিক থেকে থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহম্মদ বলেন, সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ২ জনের মৃত্যু হয়। মোটরসাইকেল এবং অপর গাড়িতে থাকা ৪১ বছর বয়সী নারী এবং তার ৫ বছরের ছেলেও গুরুতর আহত হন।

পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে গাড়িটি সড়ক থেকে গভীরে ঝোপের মধ্যে পড়ে যায়।

জুকরি বলেন, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য জেরান্টুট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া, পুলিশ তদন্তের সুবিধার্থে গাড়ির চালকের কাছ থেকে একটি বিবৃতি রেকর্ড করবে। সড়ক পরিবহন আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।

আবা/এসআর/২৪

মালয়েশিয়া,দুর্ঘটনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত