ঢাকা ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহকারী অধ্যাপক নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহকারী অধ্যাপক নিহত

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ড. মাযহারুল তালুকদার ইউনিভার্সিটি অব ক্যানবেরার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গালং উপশহরের বার্লি গ্রিফিন ওয়েতে বিপরীত দিক থেকে আসা ক্যারাভ্যান থেকে ছিটকে পড়া ভারী বস্তুতে তার গাড়ির সামনের গ্লাস ভেঙে মাথায় গুরুতর আঘাত পান। এ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। তার সঙ্গে থাকা স্ত্রী ও দুই কন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পুলিশ এর পক্ষ থেকে জানানো হয়, ক্যারাভ্যান চালককে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তিনি কোন আঘাত পাননি। ড. মাযহারুল তালুকদার তিন দিন আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ফিরে আসেন। গ্রামের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ।

নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত