সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা, বাংলাদেশির মৃত্যু

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ | অনলাইন সংস্করণ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টাকালে যাত্রাপথেই এক বাংলাদেশিরা মৃত্যু হয়েছে। নিহত ওই বাংলাদেশির নাম, পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। 

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ইতালির লাম্পেদুসা উপকূলে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করেন দেশটির কোস্টগার্ড এবং ফিনান্সিয়াল পুলিশের সদস্যরা। ওই নৌকায় থাকা আরও ৫১ জন অভিবাসীকেও উদ্ধার করা হয়েছে। 

কর্তৃপক্ষের ভাষ্যমতে, সম্ভবত অভিবাসীবাহী নৌকাটির হাইড্রোকার্বন বা জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কালা পিসানার মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

যেসব অভিবাসীকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে আছেন মিসরীয়, বাংলাদেশি, ইরিত্রীয়, ইথিওপীয়, সিরীয় এবং সুদানের নাগরিকেরা। তাদের মধ্যে দু’জন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্কও আছেন। উদ্ধার হওয়া অভিবাসীদের দক্ষিণ ইতালির ইমব্রিয়াকোলা জেলার অভিবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

 

আবা/এসআর/২৫