ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের বিশেষ স্বীকৃতি পেল এইচবিডি সার্ভিসেস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ
মাসুম বিল্লাহ, সিডনি

গৌরব ও আনন্দের এক বিশেষ মুহূর্তে এইচবিডি সার্ভিসেস এবং এর প্রতিষ্ঠাতা আবু শাহাদাত সরকার-কে সম্মাননা দিয়েছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ। কলেজের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এইচবিডি সার্ভিসেসকে দেওয়া হয় “স্পেশাল রিক্রুটমেন্ট পার্টনার” পুরস্কার।
এই স্বীকৃতির মাধ্যমে এইচবিডি সার্ভিসেস ইতিহাস সৃষ্টি করেছে-কারণ তারা ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের প্রথম আন্তর্জাতিক ছাত্র নিয়োগ পার্টনার হিসেবে স্বীকৃত হয়েছেন।
স্বীকৃতি পাওয়ার পর আবু শাহাদাত সরকার বলেন, 'এই সম্মান আমার এবং আমার টিমের জন্য অত্যন্ত গর্বের। ম্যাকোয়ারি ইউনিভার্সিটি নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের আস্থা ও সহযোগিতার জন্য। এই স্বীকৃতি আমাদের অনুপ্রাণিত করবে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করতে এবং শিক্ষার্থীদের শিক্ষাযাত্রায় পাশে থাকতে।'
বিশেষ ধন্যবাদ জানানো হয়: প্রফেসর রর্ডেন উইলকিনসন, ডেপুটি ভাইস-চ্যান্সেলর (অ্যাকাডেমিক), প্রফেসর এস. ব্রুস ডাউটন, ভাইস-চ্যান্সেলর ও প্রেসিডেন্ট ও তানভীর শাহিদ (IEAA-SF), ডিরেক্টর, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট।
এই অর্জন আন্তর্জাতিক শিক্ষা খাতে এইচবিডি সার্ভিসেস এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির দীর্ঘমেয়াদি সহযোগিতার প্রতীক হয়ে থাকবে, যা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে।
