ওমানে নিহত ৮ প্রবাসীর লাশ এলো চট্টগ্রাম বিমানবন্দরে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৬ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্বপ্ন অধরাই রয়ে গেল ৮ রেমিট্যান্স যোদ্ধার। গিয়েছিলেন ভাগ্য বদলের আশায়। ফিরতে হলো লাশ হয়ে। গত ৮ অক্টোবর ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত হন সন্দ্বীপের সাতজনসহ ৮ জন। ১০ দিন পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হলো তাদের মরদেহ। শনিবার রাত ৯টা ২০ মিনিটে পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো বুঝিয়ে দেওয়া হয়।
নিহত ব্যক্তিরা হলেন- সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনা তারা নিহত হন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, কার্গো বিমানে করে আসা মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেলে ওমানের দুকুমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। পুর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টয় সন্দ্বীপের ৭ জনের নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে।
আবা/এসআর/২৫
