ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ইবনে সিনা ডি-ল্যাবের সহকারী ম্যানেজার

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ইবনে সিনা ডি-ল্যাবের সহকারী ম্যানেজার

কর্মস্থলে আসার সময় ছিনতাইকারীর কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ইবনে সিনা ডি-ল্যাব ধানমন্ডি-২৭ শাখার সহকারী ম্যানেজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিবুল হক পার্থ।

রোববার সকাল সাড়ে ৬ টায় ধানমন্ডি লেকের পাশে এ ঘটনা ঘটে। এতে তার হাতে গভীর জখম হয়।

আহত পার্থ বলেন, আমি সকালবেলা অফিসের দিকে যাচ্ছিলাম। পথে তিনজন যুবক সম্ভবত ছিনতাই করে ফিরছিল। আমি দাঁড়িয়ে ছিলাম। তারা সরাসরি এসে আমাকে হামলা করে। তাদের একজন আমার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাদের ধারণা ছিল আমি ছিনতাই দেখে ফেলেছি।

এর কয়েক মিনিট পর বুঝতে পারি হাতে রক্ত ঝরছে। পাশে একজন লোক ছুটে এসে আমার ব্যাগে থাকা লুঙ্গি দিয়ে হাত বেঁধে দেয়। এরপর হাসপাতালে নেয়। এখন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় এসেছি।

এ বিষয়ে পরে তিনি পুলিশকে অবহিত করবেন বলে জানান।

ইবনে সিনা ডি-ল্যাবের,ছুরিকাঘাত,ছিনতাই
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত