উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় আরও এক যুবক গ্রেফতার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৮ | অনলাইন সংস্করণ

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে এক দম্পতিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম আলফাজ (২৩)। পুলিশ বলছে এই আলফাজ ওই দম্পতিকে সরাসরি কোপ দিয়েছিলেন। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে, জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

এদিকে, দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় এর আগে গ্রেফতার হওয়া কিশোর গ্যাংয়ের দুই সদস্য মোবারক হোসেন ও রবি রায়কে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলেও, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে দুই আসামিকে দুই দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

 

আবা/এসআর/২৫