মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২০:৫২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৭১ জন।

সোমবার (২১ জুলাই) রাতের দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত ও আহতদের মধ্যে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি।

বিভিন্ন হাসপাতালে আহতদের তালিকা নিম্নরূপ:

জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২

সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

লুবনা জেনারেল হাসপাতাল: আহত ১১, নিহত ২

ঢাকা মেডিকেল কলেজ: আহত ৩, নিহত ১

কুর্মিটোলা হাসপাতাল: আহত ১, নিহত ২

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই

ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই

আইএসপিআর জানায়, বিমানটি ঘনবসতিপূর্ণ এলাকা এড়িয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরপরই রাজধানীর বিভিন্ন হাসপাতালে শুরু হয় জরুরি চিকিৎসা কার্যক্রম। জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের রক্ত দিতে ছুটে যান অসংখ্য সাধারণ মানুষ। রক্ত চাহিদা মেটাতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেলও চালু করেছে।

এদিকে, ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।