উচ্ছেদ করা হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধ বাংলো 

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২১:০১ | অনলাইন সংস্করণ

দক্ষিণ কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে শুরু হয়েছে দুই দিনের উচ্ছেদ অভিযান। বুধবার (২০ আগস্ট) অভিযানের প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর অবৈধভাবে নির্মিত বাগানবাড়ি (বাংলো) গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কোন্ডা ইউনিয়নের কাউটাইল এলাকায় অভিযানে প্রায় দেড় একর জমি উদ্ধার করা হয়। বাগানবাড়ির তিনটি দোতলা ভবন ও একটি ডকইয়ার্ডের প্রায় ২০০ ফুট সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।

বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলা এই উচ্ছেদ অভিযান ২০ ও ২১ আগস্ট পরিচালিত হবে। পোস্তগোলা সেতু থেকে ধোপাতিয়া/কাটুরাইল খেয়াঘাট পর্যন্ত নদীর তীর লক্ষ্য করে অবৈধ স্থাপনা ও ভরাট জমি অপসারণ করা হবে।

ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ‘বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর সীমানা নির্ধারণ করে ৮০ কিলোমিটার এলাকায় পিলার স্থাপন করা হয়েছে। দখলদার যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। নদীর জমি ব্যক্তিগতভাবে কেউ ভোগ করতে পারবে না।’

উচ্ছেদ অভিযানে অংশ নেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, বিআইডব্লিউটিএ ও অন্যান্য নদীবন্দর কর্মকর্তারা।