ডাকসু উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে: ডিএমপি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৬ | অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশে বিধিনিষেধসহ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈধ বা লাইসেন্সধারী কোনো অস্ত্র বহন করা যাবে না। এ সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কারও কাছে অস্ত্র পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

ডিএমপির নির্দেশনায় আরও জানানো হয়, ৮ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পুরো দিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীরা শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে ভোটকেন্দ্রে যেতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রবেশ নিয়েও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। ৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত প্রবেশদ্বার সীমিত থাকবে। এ সময়ে ঢাবি পরিবারের সদস্য, জরুরি সেবার যানবাহন, ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা–কর্মচারীরা প্রবেশ করতে পারবেন।

ভোটকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করা হবে। ঢাবি আইডি কার্ড QR Code স্ক্যানের মাধ্যমে ‘Verified DUCSU Voter’ কনফার্মেশন দেখাবে। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

ডিএমপি জানায়, এই নির্দেশনা ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে। সবাইকে তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।