রাজধানীতে রাতভর বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাত থেকে বিরামহীন বৃষ্টি হয়েছে রাজধানীজুড়ে। রাতভর বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটেছে, বন্ধ হয়ে গেছে অনেক রুটে অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল। এমনকি কিছু কিছু এলাকায় সকালে স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রাত ১টার পর থেকেই ঢাকার আকাশে শুরু হয় গর্জন। কিছু সময় পরই শুরু হয় টানা বৃষ্টি। সকালের আলো ফোটার পরও বৃষ্টি থামেনি। বরং কখনো মৃদু, কখনো ঝুম বৃষ্টিতে রাজধানীর বহু নিচু এলাকাকে পরিণত করেছে অস্থায়ী জলাশয়ে। সকাল হতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে জলাবদ্ধতার খবর আসতে শুরু করে।
টানা বৃষ্টিতে ধানমন্ডি, এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশী, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে গেছে। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে।
এদিকে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি হঠাৎ কোনো স্বাভাবিক আবহাওয়া নয়। এটি একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের অংশ। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) পূর্বেই সতর্ক করেছিল, ‘প্রবাহ’ নামের এই বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর রাত থেকে দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারে এবং ৫ অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে প্রবাহটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। ঢাকা বিভাগেও এর প্রভাব থাকবে উল্লেখযোগ্য। তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে তুলনামূলকভাবে কম সক্রিয় থাকবে এটি।
আবা/এসআর/২৫
