জুলাই সনদ ঘিরে সংসদ ভবন এলাকা রণক্ষেত্র, ভাঙচুর
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৪:৪২ | অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া একটায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কয়েকজন জুলাই যোদ্ধা আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
ঘটনার সূত্রপাত হয় সকালে, যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। পরে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
বিক্ষুব্ধরা পুলিশ গাড়ি, ট্রাক ও বাস ভাঙচুর করতে শুরু করে এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে অবস্থানকারীদের সংঘর্ষে লাঠিপেটা ও সংঘর্ষের পরিস্থিতিও সৃষ্টি হয়।
আহত যোদ্ধাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় তারা বাইরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আহতদের পাশাপাশি কিছু তরুণ লাঠি হাতে এবং ইটপাটকেল ছুঁড়ে দিচ্ছিল। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
পুলিশ বলেছে, পরিস্থিতি শান্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে সংসদ ভবন এলাকা থেকে ঘটনাস্থল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এ ধরনের সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি সতর্কতার মধ্যে রাখা হয়েছে।
