রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২০:৩২ | অনলাইন সংস্করণ

রাজধানীর ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে বাসে অগ্নিকাণ্ডের খবর পৌঁছায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি জানান, আগুন কীভাবে লেগেছে বা কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
