ট্রাইব্যুনাল এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনদের অবস্থান

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুলাই হত্যাযজ্ঞে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হতে চলেছে আজ সোমবার। রায় ঘোষণার কয়েক ঘণ্টা আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনরা।

এসময় কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার দেখা যায়; সবার মুখেই একই প্রত্যাশা—এই রায়ে যেন শহীদদের ন্যায়বিচার অগ্রাধিকার পায়।

সকাল ১১টায় রায় ঘোষণার জন্য আদালত বসবে। এর আগে সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ঐতিহাসিক রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া ট্রাইব্যুনালের সরকারি ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখা যাবে রায়। রাজধানীর ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় পর্দায় রায় দেখার ব্যবস্থা করা হয়েছে।

রায় ঘিরে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণসহ সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন বিশেষ ইউনিটও।

এদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আশা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল খালাস পাবেন।