সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২২:০৯ | অনলাইন সংস্করণ

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

ওসি গোলাম ফারুক জানান, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ঘটনায় জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।

এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

গত সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছিলেন রিজওয়ানা হাসান।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে লকডাউন ও শাটডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

১৭ নভেম্বর আদালত শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। রায় ঘোষণার আগের এবং পরের দিন রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।