এবার বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২৩:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোন এলাকায় বাড়িভাড়া কত হবে তা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির কার্যালয় নগর ভবনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা এবং অধিকার বিষয়ে এ বৈঠকের আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। এতে বাড়িওয়ালা, ভাড়াটিয়াসহ অংশীজনরা উপস্থিত ছিলেন।
জীবিকার তাগিদে নিজ বাড়ি ছেড়ে অনেকেই আসেন রাজধানী ঢাকায়। এতে বাড়ে ঢাকার জনসংখ্যা ও বাসস্থান সংখ্যা। শহরের প্রায় ৭৫ শতাংশ মানুষ ভাড়া বাসায় নির্ভরশীল।
বাসা ভাড়া বৃদ্ধি, সুযোগসুবিধাসহ নানান দিক নিয়ে প্রায়ই বাড়িওয়ালার সঙ্গে মতমালিন্য হয় ভাড়াটিয়াদের। এ সমস্যা নিরসনে ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১’ প্রণয়ন করা হলেও তার কার্যত প্রয়োগ চোখে পরে না।
তাই বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ন্যায্যতা ও অধিকার নিশ্চিত করতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনায় বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের বেশ কিছু প্রস্তাবনা উঠে আসে।
বাড়ির ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সার্বিক সুবিধার করা, একটি বাড়ির ১০ থেকে ২০ শতাংশ মেস ভাড়ার জন্য বরাদ্দ রাখা, ট্যাক্সের টাকা ও মুদ্রাস্ফীতির ওপর নির্ভর করে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ নানা প্রস্তাবনার কথা বলেন আলোচকরা।
এ সময় ডিএনসিসি প্রসাশক এজাজ বলেন, ওয়ার্ড ভিত্তিক ভাড়াটিয়া সমিতি করতে হবে। ভাড়া বাড়ানোর নীতিমালা করতে হবে।
এছাড়া কোন এলাকার সর্বোচ্চ ভাড়া কি হতে পারে তা নিয়ে গাইডলাইন দেয়ার কথাও জানান তিনি।
আবা/এসআর/২৫
