বুধবার রাজধানীর যেসব এলাকায় ৫ ঘন্টা গ্যাস থাকবে না
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:১০ | অনলাইন সংস্করণ

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বিতরণ লাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্রীড়া নজরুল ইসলাম এভিনিউর শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত মহাসড়কের উভয় পাশে থাকা সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার জন্য অনুরোধ করেছে।
