মৌচাক ফ্লাইওভারে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:০২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— অটোরিকশা চালক মো. নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১)। নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার রমেজ তালুকদারের ছেলে। অন্যদিকে ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
