ঢাকা মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

অধৈর্য হলে কেউ ৫ মিনিটও টিকতে পারবে না : শামীম ওসমান

অধৈর্য হলে কেউ ৫ মিনিটও টিকতে পারবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমাদের এখন থেকেই কাজ করতে হবে। প্রত্যেক এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ জনপ্রতিনিধি ও সকল দলের ভালো মানুষদের নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা করতে হবে। এমন ব্যবস্থা করা হবে যাবে থানার ওসি পুলিশকে অনেকটা বেকার থাকতে হয়। যাতে পঞ্চায়েতেই সকল শালিস ও এলাকার সবকিছু নিয়ে সিদ্ধান্ত হবে। ১০ ফেব্রুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডের নম পার্কে সদর উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

তিনি বলেন, যখনই আপনি ভালো কাজ শুরু করবেন। অনেকের সাপোর্ট পাবেন। আবার দেখবেন নারায়ণগঞ্জের দুই একটি পত্রিকায়, সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা মন্তব্য লেখা হবে। যখনই ভালো কাজ করবেন তখনই আপনাদের বিরুদ্ধে লেখা হবে। তাই ভালো কাজে বাধা আসবেই। মনে রাখবেন আপনাদের ভাই শামীম ওসমান আপনাদের সাথে থাকবে। ধাক্কা তো দূরের কথা একটি ফুলের পাপড়িও পড়তে দিব না। আগে আমার গায়ে পড়বে পরে আপনাদের গায়ে পড়বে। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’ বক্তব্যে যোগ করেন শামীম ওসমান।

তিনি কবরের মাটিতে শশ্মানের মাটি ফেলার বিষয়টি স্মরণ করে বলেন, ‘আমার বাবা মা ভাইয়ের কবর নিয়ে একটি ঘটনা ঘটেছিল। সেই কষ্টের কারণে আমি অসুস্থ। আমি তখন বলেছিলাম গোপনেও যেন আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। কিন্তু করেনি। সে জিনিসটি এখনো মানতে পারি নাই। এ কারণেই আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। নিজের জিদ উঠে যায়। নিজেকে কন্ট্রোল করি। ’

শামীম ওসমান বলেন, রাস্তার পাশে ১০ বক্তব্য দিয়ে আমার চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা নিয়ে দোকানদারি করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে তথ্য প্রমাণ সহ যতটুকু আমি জানি সংবাদ সম্মেলন করবো। আমি দাবী করবো হত্যাকান্ডের বিচার যেন ত্বরিৎ গতিতে হয়। আর যারা মানুষের জমি দখল করে খায়, ভূমিদস্যু, ইনকাম ট্যাক্সের ফাইলে নাই টাকা দুর্নীতি করে বাড়ি বানান আর মহারাণী হয়ে সাজেন, পেছন থেকে চানি দেন তাদের বলছি ধৈর্যের একটি সীমা আছে।

তিনি বলেন, আমি সকল হত্যার বিচার চাই। আমার ২০ হত্যা করেছে বিচার পাই নাই। আমার পারভেজ ও মাকসুদকে যারা হত্যা করেছে সেটা আমি জানতে চাইবো। তাই বলবো অত বেশী বাড়াবাড়ি করবেন না। যাতে জনগণ ক্ষেপে না যায়। জনগণ ক্ষেপে গেলে সুখকর হবে না। একটা রাজাকারের বাচ্চা আরেকটা লিপিস্টিক দিয়ে লুইচ্চামানি করছেন। ব্যাংক থেকে শুরু করে মেয়ে মানুষকে ঘুমের ওষুধ খাইয়ে কি করেছে, বাবুরাইলে জুতার বাড়ি খেয়ে কানে ধরে উঠবস করেছে তাদের মুখোশও সবাই জানে। এরা এখন সমাজপতি হওয়ার চেষ্টা করছে। আমি অচিরেই মূল তথ্য প্রমাণ সহ দ্রুত সকলকে জানাবো। আমাদের কর্মীরা সকলে ক্ষেপে আছেন, তাদের রাগ উঠে গেছে। তারা উত্তেজিত। বিভিন্ন সময়ে খারাপ কথা বলা হচ্ছে। আমাদের লোকজন প্রচন্ড রাগান্বিত তাদের বলছি ধৈর্য ধরে থাকেন। আগে সংবাদ সম্মেলনটি করি। তখন সব বলে দিব।

শামীম ওসমান বলেন, এক খসড়া চার্জশীটের কথা বার বার বলা হচ্ছে। কিন্তু এটা আদৌ আইনে বলতে কিছু নাই। যারা ওই সময়ে র‌্যাবের কর্মকর্তারা এটা তদন্ত করেছিল তাদের প্রধান সাত খুন মামলায় এখন কারাগারে। মেজর আরিফ কার সঙ্গে কথা বলেছিল কার সঙ্গে কন্ট্রাক করেছিল সবই আমি জানি। কিছু বলি না যে আল্লাহর পথে চলে গেছি। ক্ষমাও করতাছি, ধৈর্য ধরতাছি। আল্লাহ এও বলেছেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ। যদি আগেরটা বেছে নেই তাহলে নারায়ণগঞ্জে কেউ ৫ মিনিটও দাঁড়াতে পারবে না। আমার কিছু করতে হবে না। জনগণই জবাব দিবে। কারণ জনগণের উপরে কারো কোন শক্তি নাই।

এর আগে গত ৮ ফেব্রুয়ারী নিহত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি অভিযোগ করেন শামীম ওসমানের নির্দেশে আর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান তাদের লোক জন নিয়ে ত্বকীকে হত্যা করেছে। (শব্দ-৫৪৬) (ছবি আছে)

নারায়ণগঞ্জ,শামীম,ওসমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত