ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর নগরবাসীদের জন্য নির্মিত হল দুটি ফুটওভার ব্রিজ

রংপুর নগরবাসীদের জন্য নির্মিত হল দুটি ফুটওভার ব্রিজ

রংপুর নগরীর ব্যস্ততম কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিটি বাজার এলাকায় পথচারীদের চলাচলের সুবিধার্থে দুটি ফুট ওভার ব্রীজ নির্মাণের কাজ শেষের দিকে। ৩ কোটি ৬১ লাখ ৪৪ হাজার ৯৮০ টাকা ব্যয়ে নির্মাণ করেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)নির্মাণাধীন ২টি ফুট ওভার ব্রিজের বিস্তৃৃৃত হচ্ছে ।

রংপুর নগরীতে ২টিই প্রথম ফুট ওভার ব্রিজ। এদিকে দুর্ঘটনায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা সূত্রে জানা গেছে তিন কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকার মধ্যে সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৬৯ লাখ ৮৮ হাজার ৫৯৪ টাকা এবং টার্মিনাল এলাকায় ব্রিজ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৪২৩ টাকা ফাউন্ডেশন অন্যান্য অংশ ব্রিজ গুলোর ফাউন্ডেশন কংক্রিট পাটাতন সহ অন্যান্য অংশ স্টিলের।গত বছর ফেব্রুয়ারী মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান কংক্রিট এন্ড স্টিল টেকনোলজিকে ব্রিজ নির্মাণের কার্যাদেশ দিলেও সড়ক ও জনপথ অধিদপ্তরের অনুমোদন পেতে দেরি হওয়ার কয়েক মাস বিলম্ব হয়।

ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকৌশলী ইমরৃল কায়েস তিনি বলেন, বর্তমানে ফুট ওভারব্রিজের কংক্রিট অংশের কাজ চলছে এ কাজ শেষ হলে ব্রিজের দ্বিতীয় অংশের স্টিল স্ট্রাকচার এর কাজ শুরু হবে। কাজ শুরু হয়েছে ১ সেপ্টেম্বর ।

রংপুর নগরীর মিরু সরকার ,নুরুজ্জামান ,রিপন অনেকেই বলেন, রসিক ফুটওভার ব্রিজ নির্মাণ করে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রের এটি মহৎ উদ্বোগ।এখানে এই প্রথম নির্মান হচ্ছে।যা পথচারী মানুষের সড়ক পারাপারে সহায়ক হবে।কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিটি বাজার এলাকায় পথচারীদের চলাচলের সুবিধার্থে এই দুটি ফুট ওভার ব্রীজ নির্মান।

রসিক তত্বাবধায়ক প্রকৌশলী মো: এমদাদ হোসেন জানান ফুটওভার ব্রিজে আর ও আগে শেষ হতো । জমি নিয়ে জটিলতা এবং সড়ক ও জনপথ অধিদপ্তরে অনুমোদন পেতে দেরি হওয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে তবে চলতি বছর ফুটওভার ব্রিজ ব্যবহার করতে পারবে। তিনি বলেন বর্তমান এলাকায় নির্মাণ করা হচ্ছে শুধু তাই নয় ফুটওভার ব্রীজ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর অনুমোদন নিতে প্রায় সাত মাস অপেক্ষা করতে হয়েছে।

রসিক মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সব নাগরিক ও সেবাদানকারী প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা সিটি বাজার এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে । তিনি বলেন সেটি আগে পুলিশ লাইন্স এলাকায় নির্মাণের প্রস্তাব ছিল। এজন্য পুলিশ প্রশাসনের কাছে ছবি চাওয়া হয়েছিল কিন্তু তারা তা দিতে অপারগতা প্রকাশ করায় পরে বাধ্য হয়ে রসিকের সামনে স্থাপন করা হয়েছে। মেয়র জানান সময় দেয়া আছে ৩০ এপ্রিল পর্যন্ত ।মূল কিটি কাজ শেষ হয়েছে । তিনি আরও জানান ৭০ পরসেন্ট কাজ হয়েছে । আগামী মাসে কাজ উদ্বোধন করা হবে ।

রসিক,ফুটওভার,ব্রিজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত