ঢাকা বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সহকারী জজ পরীক্ষায় দেশ সেরা নাটোরের মেয়ে শামা

সহকারী জজ পরীক্ষায় দেশ সেরা নাটোরের মেয়ে শামা

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস(বিজেএস) পরীক্ষায় মেধা তালিকায় দেশের প্রথম স্থান অধিকার করেছেন নাটোরের মেয়ে সুমাইয়া নাসরীন শামা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ পদে ১০২ জনকে মনোনীত করে ফল প্রকাশ করা হয়।

সুমাইয়া নাসরীন শামা নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোলে গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া নাসরীন শামা নাটোর জেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। তিনি ২০১৩ সালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজশাহী কলেজ থেকে ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে ২০১৫-১৬ সেশনে রাবির আইন বিভাগে ভর্তি হন। তিনি অনার্সের মেধা তালিকায় দ্বিতীয় হন। বর্তমানে তিনি আইন বিভাগে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত।

সুমাইয়া নাসরীন শামা বলেন, আমার এই ফলাফলের জন্য পরিবার ও আইন বিভাগের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। সত্যি বললে আমি প্রথম হবো এমনটা প্রত্যাশা ছিল না। আমার টার্গেট ছিল মেধাতালিকায় নাম এলেই হবে।

বাবা আবুল কালাম আজাদ বলেন, আমাদের প্রত্যাশা, আমাদের মেয়ে সব চাপের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।

এ বিষয়ে রাবির আইন বিভাগের সভাপতি প্রফেসর হাসিবুল আলম প্রধান বলেন, আজকের দিনটি আমাদের আইন বিভাগের জন্য অশেষ এক আনন্দ ও গর্বের দিন। ১৪তম বিজেএস পরীক্ষায় (সহকারী জজ) আমাদের বিভাগের ৩৯ ব্যাচের তিন শিক্ষার্থী সুমাইয়া নাসরিন শামা (১ম) , জান্নাতুন নাঈম মিতু (২য়) এবং ইশরাত জাহান আশা ( ৪র্থ) স্থান অর্জন করেছে।

বিজেএস,প্রথম স্থান অধিকার,নাটোর,সুমাইয়া নাসরীন শামা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত