বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে বুধবার ২৫ মে বেলা সাড়ে ১১টায় কোস্টগার্ডের জন্য ২টি ২৫ টন হারবার পেট্টোল বোটের কিল লেয়িং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড উপ-মহাপরিচালক কমডোর এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের এমডি আব্দুল্লাহ আল মাকসুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্টগার্ড ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা।
নির্মাণাধীন হারবার পেট্রোল বোটের প্রতিটির দৈর্ঘ্য ১৮ মিটার, প্রস্থ ৫.৫১ মিটার এবং প্রতি ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এগুলো নির্মাণের লক্ষ্যে কোস্টগার্ডের ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মধ্যে চুক্তি হয়।
বোটে থাকছে, এক অফিসারের কেবিন ২ বাঙ্ক সম্বলিত সুজিত বেড, একটি ক্রু'য়ের কেবিনে ৪ বাঙ্ক সম্বলিত সুজিত বেড, একজন জুনিয়র কমান্ড অফিসারের কেবিনে ২ বাঙ্ক সম্বলিত সুজিত বেড সহ অন্যান্য আধুনিক সিস্টেম।
প্রধান অতিথি কমডোর এম এনামুল হক বলেন, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে সরকারের কোস্টগার্ড প্রয়োজনীয় বোট নির্মাণের চুক্তি হয়েছে। ইতিমধ্যে আজ আমরা ২টি বোট নির্মাণের কাজ শুরু হলো।