পাবনার সাঁথিয়ায় ঘুঘুদহ বিলের অতিরিক্ত বৃষ্টির পানি জলাবদ্ধতা নিরসন ও পানি নির্ভর কৃষি ফসল ব্যাপক উৎপাদনের লক্ষ্যে ঘুঘুদহ বিলের প্রায় ২ কিঃমিঃ বন্ধ হয়ে যাওয়া ক্যানাল পূনঃখননের কাজ সম্পন্ হয়েছে। এতে করে ঘুঘুদহ ও গোপিনাথপুর মৌজার প্রায় ৪ হাজার কৃষকের শত শত হেক্টর এক ফসলী জমি, দুই ও তিন ফসলীতে রুপান্তরিত হবে। এর ফলে এ এলাকার কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। শুধু তাই নয় ওই এলাকায় বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টির পানির মাধ্যমে জলাবদ্ধতা দুরীকরণেও সুফল পাবে এ এলাকার কৃষক। মৌসুমের শুরুতে কৃষকেরা ফসল আবাদের সুযোগ সৃষ্টি করে খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সাঁথিয়া উপজেলা বিএডিসি অফিস সুত্রে জানা গেছে, পাবনার সাঁথিয়া ্উপজেলার কৃষকের ফসলকে জলাবদ্ধতা থেকে রক্ষা করে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে ৬৮,পাবনা-১ সাংসদ আলহাজ¦ এ্যাড. শামসুল হক টুকু এমপি’র প্রচেষ্টায় পাবনা নাটোর-সিরাজগঞ্জ জেলার ভূ-উপরিস্থ পানির মাধমে সেচ প্রকল্পের আওতায় সাঁথিয়া উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উদ্যেগে ঘুঘুদহ বিল থেকে তালপট্টি স্লুইচ গেট পর্যন্ত ঘুঘুদহ ও গোপিনাথপুর মৌজার প্রায় ৪ হাজার কৃষকের শত শত হেক্টর এক ফসলী জমি দুই ও তিন ফসলীতে রুপান্তরিত করতে ২০২১-২০২২ইং অর্থবছরে ১৫ লক্ষ ৫৬ হাজার ২৮০ টাকায় ১.৮০০কিঃমিঃ ক্যানাল পূনঃখননের প্রকল্প হাতে নেয়া হয়। ক্যানালটি নির্ধারিত সময়ের আগেই খনন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খননকৃত খালের উভয় পাশের্^ পাড়ের মাধ্যমে জনচলাচল ও মাঠে উৎপাদিত ফসল সহজে পরিবহন ও বাজারজাতকরণের সু-ব্যবস্থা রেখে ক্যানালের পূনঃখননের কাজ সম্পন্ন করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রকৌশলী এনএম আহমেদ ইমতিয়াজ তন্ময় বলেন, এই ক্যানালটি পূনঃখনন হওয়ায় মৌসুমের শুরুতে ফসল আবাদের সুযোগ সৃষ্টি করে খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করবে। খননকৃত খালে পানি সংরক্ষণ করে অল্প খরচে জমিতে সেচ সুবিধা প্রদানে সুযোগ সৃষ্টি করবে। অতি বৃষ্টিজনিতকারণে ফসলকে জলাবদ্ধকার হাত থেকে রক্ষা করবে। শুধু তাই নয়। খননকৃত এই খালের পানি ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে ভূগর্ভস্থ পানির ব্যববহার কমানো যাবে। খালের পানি ব্যবহার করে ধান, গম, পিঁয়াজ, রশুন, পাট প্রভৃতি ফসলের সেচ প্রদানের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করবে।