ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পটিয়ায় তেলবাহী লরিচাপায়  ২ বাই সাইকেল আরোহী নিহত

পটিয়ায় তেলবাহী লরিচাপায়  ২ বাই সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের পটিয়ায় তেলবাহী লরিচাপায় দুই বাই সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচুয়াই ভাইয়ের দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কচুয়াই ইউনিয়নের কচুয়াই গ্রামের মো: ইউনুসের পুত্র মামুন (২০) ও ইমন (২১) পিতা: জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় এ ঘটনা ঘটে। এর মধ্যে মামুন লোহাগড়া মোস্তাফিজুর রহমান কলেজের বিবিএ অধ্যয়নরত।

প্রত্যক্ষদর্শী মহসিন জানিয়েছেন, পদ্মা ওয়েল কোম্পানীর তেলবাহী ট্যাঙ্কারটি ( চট্টমেট্রো-চ : ০১-০০৬ বিকেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছলে দুই সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তারা মারা যায়।

এসময় স্থানীয় লোকজন গাড়ির চালককে আটক করে হাইওয়ে পুলিশে সোর্পদ করেছে। এর আগে একই জায়গায় গত ঈদের দুইদিন পরে ১২ জুলাই গাড়ি চাপায় নিহত হয়েছে স্বামী-স্ত্রী ৬জন।

চট্টগ্রাম,তেলবাহী লরিচাপা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত