ঢাকা রোববার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

মাধুরীলতার স্নিগ্ধ সৌন্দর্য্যে মন কাড়ে পুষ্প প্রেমীদের

মাধুরীলতার স্নিগ্ধ সৌন্দর্য্যে মন কাড়ে পুষ্প প্রেমীদের

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এশেজ এর একটি গানের লাইন ছিলো "ভুল করে সে ফুল হয়ে যায়" মাধুবী লতা হয়তো ভুল করেই মাধুরী লতা হয়ে গেছে। পুষ্প প্রেমীরা ভুল করেই মাধুরী কে মাধবী নামে ডাকে থাকেন। আসলে মাধবী একেবারেই আলাদা ধরণের ফুল। আর মাধুরী সুলভ অর্থাৎ খুঁজে পাওয়া যায়। কিন্তু মাধবী দুষ্প্রাপ্য। সহজে খুঁজে পাওয়া যায় না।

মজার কথা হলো রবীন্দ্রনাথের মুখে মাধুরী লতাকে মধুমঞ্জরি লতা নামে ডাকতে শোনা যেতো। সাহিত্যপ্রেমীরা সবাই মধুমঞ্জরি লতা নামই ব্যবহার করেন।

এই ফুলকে মধুমঞ্জরি / মধুমালতীও বলে। (ইংরেজিতে বলে চাইনিজ হানি সাকেল Chinese honeysuckle বা রঙ্গন ক্রিপার Rangoon creeper) লতানো গাছ। এর বৈজ্ঞানিক নাম Quisqualis indica, পরিবার Combretaceae। মাধুরীলতার হিন্দি নাম রঙ্গন-কা-বেল, বোম্বে অঞ্চলে বারমাসী, লাল চামেলী।

মাধুরী লতা গাছের মধ্যে সাদা, লাল, গোলাপি ও মিশ্র রঙের ফুল ফুটে থাকে। এদের ছোট্ট পাপড়ি'র সংখ্যা পাঁচটি, মাঝে পরাগ অবস্থিত। বর্ণিল এই ফুলগুলো থেকে মিষ্টি গন্ধ বের হয়। শুধু কি তাই? অসংখ্য ফুটন্ত ফুলের সৌন্দর্য তখন নজরকাড়া ও মনোরম পরিবেশ তৈরি করে।

মাধুরী লতা সাধারণত গ্রীষ্ম ও বর্ষায় মৌসুমে বেশি ফুটলেও সারা বছর কিছু দিন পরপর ফুল ফোটে। এজন্যে একে বারমাসী ফুলও বলা হয়। গোড়া এবং শেকড় থেকে এই গাছের লতা গজায়। কাটিং করে বা লতা কেটে মাটিতে পুঁতলেও চারা হয়।

মানুষ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে সাধারণত মাধবীলতা গাছ লাগাতে দেখা যায়। বিশেষ করে বাড়ির প্রবেশ দ্বার, ছাদ, ফুল বাগানে, ঘরের চালে এ ফুলগাছ বেশি দেখতে পাওয়া যায়। গাছটির ডালপালা ছোট ছোট হয়ে চারিদিক ছড়িয়ে যায়। পুরাতন গাছ হলে ধীরে ধীরে মূল লতাটি বেশ মোটা হয়ে যায়। মাধবীলতা ফুল সৌন্দর্য ও রূপ যেকোন মানুষকে মুগ্ধ করে।

ঘরের সামনে চালে উঠিয়ে দেওয়া হয় মাধুরীলতার গাছ। চাল যখন লতায় ছেয়ে যায় যখন খুব সুন্দর ফুল ফোটে খুব স্নিগ্ধ লাগে তখন।

মাধুরীলতা দিয়ে কুঞ্জ তৈরির জুড়ি নেই। এর আদি বাসস্থান দক্ষিণ আফ্রিকা ও ইন্দো-মালয়েশিয়া। কেউ কেউ মনে করেন, এটি মালয় দেশের গাছ এবং এখানে এনে লাগানো হয়েছে। সর্বোপরি মাধুরীলতা একটি মনোমুগ্ধকর ফুল। যার মুগ্ধতায় মন ভরে উঠে।

মাধুরীলতার স্নিগ্ধ সৌন্দর্য্যে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত