যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পবিত্র ফাতেহা ইয়াজ দহম্ উপলক্ষে নলতা শরীফ শাহী জামে মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠান গত ০৬ নভেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে। বাদ এশা থেকে রাত্র ১২ টা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় মিশনের সভাপতি এবং বিঞ্জান ও প্রযুক্তি মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এম. পি।
কেন্দ্রীয় মিশনের সহ সভাপতি আলহাজ্জ মোঃ সাইদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে তেলাওয়াত-এ কুরআন মৌলভী মোঃ খানজাহান আলী ও মিলাদ শরীফ পরিচালনা করেন হাফেজ মোঃ হাবিবুর রহমান, হামদ, না’তে রসূল ও বড় পীর কেবলা (র.) শানে মুর্শিদি পেশ করেন মোঃ ফিরোজ আলম, মোঃ রবিউল ইসলাম, মোঃ কামরুল ইসলাম ও মোঃ আনিসুর রহমান।
বক্তব্য রাখেন, মুফতি হাফেজ মাওঃ মোঃ আশিকুর রহমান, তিনি বড়পীর হযরত সৈয়দ মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী সম্পর্কে বলেন তিনি রাসুলূল্লাহ (স.) এর রঙে রঙ্গিন ছিলেন। তিনি ৪৭১ হিজরীতে ইরানের গিলান শহরে জন্ম গ্রহন করেন। পরে বক্তব্য রাখেন মাওঃ মোঃ শহিদুল্লাহ পাঠান (খতিব, কুতুববাগ জামে মসজিদ, ঢাকা), তিনি বলেন গিলানে জন্ম নেওয়া কুতুবে রব্বানী বড়পীর (র.) ছিলেন গাউছুল আজম জিলানী, তার পিতা আবু ছালেহ মুছা জঙ্গী ছিলেন একজন ওলী। তিনি আল্লাহর দরবারে তার পুত্রকে বিশ্ব নন্দীত তাপসক’ল শিরোমনি করার জন্য দোয়া করেন। বড়পীর কেবলা (র.) মাতৃ গর্ভ থেকেই মা উম্মুল খায়ের ফাতিমার নিকট থেকে তেলাওয়াত শ্রবণ করে আঠারো পারা কোরআন হেফজ্ করেন।
তিনি বলেন, আল্লাহুর ওলীরা হচ্ছেন ‘হিজবুল্লাহ’ (আল্লাহুর দল), যুগে যুগে আল্লাহুর ওলীরা আহলে সুন্নাত আল জামায়াতের নেতৃত্ব দিয়ে আসছেন। পরে বক্তব্য রাখেন আলহাজ্জ মুফতি মাওঃ মোঃ আবু সাঈদ জিহাদী (খতিব, নলতা শরীফ শাহী জামে মসজিদ), তিনি বড় পীর কেবলা (র.) কে গাওছে ছামদানী, মাহবুবে সোবহানী, কুতুবে রব্বানী, জিলানী আল গিলানী আখ্যা দিয়ে বলেন আল্লাহুর ওলীরা মাজারে জিন্দা। গওছে জামান আরেফ বিল্লাহ আলহাজ্জ হযরত খান বাহাদুর আহছানউল্লা (র.) ও মাজারে জিন্দা।
বক্তব্য রাখেন, নলতা কেন্দ্রীয় মিশনে সভাপতি আলহাজ্জ মুহম্মাদ সেলিম উল্লাহ।
তিনি বলেন, খোদাওয়ান্দ কারীম গুপ্ত ছিলেন, পরে নুরে মোহাম্মাদী সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন। সেই মানুসকে ঠিক পথে চালানোর জন্য যুগে যুগে নবী রাসুল ও ওলীদের প্রেরণ করেন। তিনি বলে মুর্শিদ মাওলার সৃষ্ট ‘মিশন’ আল্লাহুর মানব সৃষ্টির উদ্দেশ্য ও রাসুল (স.) এর আদর্শকে প্রচারে গোটা পৃথিবীতে বিস্থার লাভ করছে। অনুষ্ঠানে হযরত কানবাহাদুর আহছানউল্লা (র.) রচিত বড় পীর কেবলা (র.) এর উপদেশা বলী পাঠ করেন মিশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্জ আবুল ফজল, সভাপতির বক্তব্যে আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে আগত মুর্শিদ মাওলার সকল ভক্ত-অনুসারীদের মিশনের পক্ষ থেকে ধন্যবাদ ঞ্জাপন করেন। তিনি আগামীতে মিশনকে এগিয়ে নিতে সকলের সহযোগীতা কামনা করেন। পরে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মুফতি মাওঃ আবু সাঈদ জিহাদী।