ঘাটাইলে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, থানায় মামলা
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:২২ | অনলাইন সংস্করণ
ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোহেল রানা (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মামলার এজাহার নামীয় আসামি সোহেল রানা উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের মনতলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ওই ধর্ষককে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আতাউর রহমান জানান, এ বিষয়ে ধর্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষিতাকে পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় তাদের। এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে উভয়ই । পরে (১৯শে ডিসেম্বর) সোমবার দিবাগত রাতে সোহেল রানা সাক্ষাৎ করতে যায় ওই তরুণীর বাড়িতে। তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই তরুণী চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসলে সোহেল রানা পালিয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত যুবককে আসামি করে মামলা করেন। পুলিশ রাতেই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে ।
