ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

 লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, ট্রলার চালক নিহত

 লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, ট্রলার চালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পটুয়াখালীগামী একটি যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় খেয়াপারাপারের দুইটি ট্রলার ডুবে গেছে। এসময় মনির হোসেন (৫৫) নামে এক ট্রলার চালক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লঞ্চটিকে আটক করে লাশ উদ্ধার করেছে।

শুক্রবার রাত ৮টায় ফতুল্লা লঞ্চ ঘাটে এঘটনা ঘটে। নিহত মনির হোসেন ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার কান্দাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই পলাশ কান্তি রায় জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামি এমভি প্রিন্স কালাম-১ নামের লঞ্চ ফতুল্লা লঞ্চ ঘাটে এসে যাত্রী উঠায়। এরপর রাত ৮ টার সময় লঞ্চটি পিছনের দিকে না গিয়ে সামনের দিকে অগ্রসর হয়। এতে ঘাটের পল্টুন ভেঙ্গে পাশে থামানো খেয়াপারাপারের দুইটি ট্রলারের উপর উঠিয়ে দেয়। এসময় একটি ট্রলারের চালক নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লঞ্চটিকে আটক করেছে এবং ট্রলার চালক মনিরের লাশ উদ্ধার করেছেন। এবিষয় আইনগত ব্যবস্থা নিবেন পাগলা নৌপুলিশ।

নারায়ণগঞ্জ,পটুয়াখালী,লঞ্চ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত