ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪০ বছরে প্রথম পরাজিত মঞ্জু

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ৪০ বছরে প্রথম পরাজিত মঞ্জু

পিরোজপুর-২ আসনে সাতবার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এই প্রথমবার স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ এর কাছে পরাজিত হলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়ে সংসদ সদস্য পদ হারাতে যাচ্ছেন আনোয়ার হোসেন। বিজয়ী হয়েছেন তার সাবেক একান্ত সহকারী (এ পি এস) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। তিনি এর আগে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

কাউখালী, ভান্ডারীয়া, নেছারাবাদ এই তিন উপজেলা নিয়ে পিরোজপুর ২ আসন। এবারের নির্বাচনে বিভিন্ন প্রতিক নিয়ে এই আসনে সাতজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আনোয়ার হোসেন মঞ্জুর নৌকার সাথে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের ঈগল- প্রতীকের সাথে। স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কায় ৯৯ হাজার ৭ শত ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর নৌকা পেয়েছে ৭০ হাজার ৩ শত ৩৩ ভোট। যার ফলে আনোয়ার হোসেন মঞ্জু ১৯৮৩ সালে এই এলাকায় প্রথম জাতীয় পার্টি এরশাদের সাথে রাজনীতি শুরু করে এ পর্যন্ত ৮ বার নির্বাচনে অংশগ্রহণ করে প্রথমবার পরাজিত হয়। এছাড়াও এর আগে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে সাতবার সংসদ সদস্য ও পাঁচবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ।

এই নির্বাচনের শান্তিপূর্ণভাবে ভোট কার্যসম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী পরিবেশ বর্তমানে স্বাভাবিক আছে।

পিরোজপুর-২,পরাজিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত