বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং রংপুর জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে বৃহসপতিবার সন্ধ্যায় রংপুর মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল কাইয়ুম খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) আহসান হাবীব ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব সন্দীপ দাশ, পরিদর্শক (মেট্রোলজি, রসায়ন) ।