কোটা আন্দোলনে শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে শোক র্যালি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি
কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক র্যালি ও ছাত্র-জনতা গণহত্যার বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে শহরের চৌরাস্তা থেকে একটি শোক র্যালি বের হয়ে সমবায় মার্কেটের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা কমিটি জেলা শাখার সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, সিপিবি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জাহিদ হাসান, সাবেক ছাত্র নেতা মমিনুর রহমান বিশাল, সাংস্কৃতিক কর্মী মাহমুদা আক্তার প্রমূখ।
শহীদদের স্মরনে কবিতা আবৃত্তি করেন মেহেদী হাসান।