ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

কাপাসিয়ায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বর্জাপুর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে করেছে কাপাসিয়া থানা পুলিশ।

কাপাসিয়া থানার এসআই অমল চন্দ্র সরকার জানায়, আনুমানিক ১১.১০ ঘটিকার সময় স্থানীয় লোকজন কাপাসিয়া থানাধীন বর্জাপুর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাশের পানিতে ভাসমান অবস্থায় অপরিচিত একটি মরদেহ দেখতে পায়। তখন থানা পুলিশ কে সংবাদ জানালে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবুবকর মিয়ার নির্দেশে লাশটি ইদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেনণ করা হয়।

মৃতের গায়ে সাদা কালো প্রিন্টের ফুলহাতা শার্ট ও পরনে লুঙ্গি ছিল। লাশটি ১০ থেকে ১৫ দিন আগের হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কাপাসিয়া,অর্ধগলিত,লাশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত