ঢাকা ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গরু বিক্রি করে কেনা মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

গরু বিক্রি করে কেনা মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

মেহেরপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নোমান হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। গত দশ দিন আগে গরু বিক্রি করে নতুন একটি মোটরসাইকেল কিনেছিল নোমান।

রোববার (১ সেপ্টম্বর) সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের রবিউল ইসলামের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বামন্দী বাজার থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিল নোমান। ওলিনগরে পৌঁছালে সে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরুতর জখম হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

বামন্দী ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার রুবেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার মাথা ও হাত-পায়ের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। হাসপাতালে পৌছানোর আগেই অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মেহেরপুর,নিহত,মোটরসাইকেল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত