ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীর বন্যার্তদের পাশে করিমগঞ্জের যুব সমাজ

নোয়াখালীর বন্যার্তদের পাশে করিমগঞ্জের যুব সমাজ

আকস্মিক বন্যায় বিপর্যস্ত বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা ও ফেনীর বিস্তীর্ণ অঞ্চল। এই দুর্যোগে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের সব শ্রেণি, পেশা ও ধর্মের মানুষ। এরই ধারাবাহিকতায় ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে দাড়িয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুরিয়া ১নং ওয়ার্ডের যুবকেরা।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তৌহিদ হোসাইনের উদ্যোগে বন্যা দুর্গত এলাকা নোয়াখালীতে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চালানো হয়। এতে সহযোগিতা করেন ব্যবসায়ী আজিজুল, নুর মোহাম্মদ, মুরাদ, শান্ত, রাকিব, রিটন, রোমান। তাঁরা সাধ্যের সবটুকু দিয়ে বানভাসী মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছেন।

নিজস্ব অর্থায়নের পাশাপাশি এলাকাবাসীর সহযোগীতায় অনুদান সংগ্রহ করে নোয়াখালীর বন্যার্ত পরিবারের জন্য শুকনো খাবার সহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তারা।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- মুড়ি, চিড়া, গুড়, পানি, মোমবাতি, গ্যাস লাইট, খাবার স্যালাইন সহ কিছু ওষুধ।

বন্যা,নোয়াখালী,ত্রাণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত