ঢাকা ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিক্ষার্থী তাহির হত্যা 

রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা

রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৭৫ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহিরের হত্যার বিচারের দারিতে বাবার মামলা দায়েরের ১৯ দিন পর এবার মামলা করলেন মা। গতকাল মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত কোতয়ালি রংপুরে এই মামলাটি দায়ের করেন নিহত তাহিরের মা শিরীনা বেগম।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ ৬৪ জনের নাম উল্লেখসহ রংপুর জেলার অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করেছে বলে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শাহ মো. মেজবাহুল মান্নান।

মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য টিপু মুনশি, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক এমপি ডিউক চৌধুরী, নাছিমা জামান ববি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর রফিকুল আলমসহ ৬৪ জন। সাবেক প্রতিমন্ত্রী টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে মামলা

এর আগে ১৮ আগস্ট রংপুরের কোতয়ালি মেট্রো থানার কগনিজেন্স আদালতে মামলা দায়ের করেন নিহত তাহিরের বাবা আব্দুর রহমান। তিনিও মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের নিহত তাহির বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস ঢাকার ৮ম পর্বের শিক্ষার্থী ছিলেন। তাহির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সক্রিয়ভাবে অংশ নেন। সেই ধারাবাহিকতায় আব্দুল্লাহ আল তাহির আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গুলিতে নিহত হন।

আন্দোলন,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত