ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ গার্মেন্টসকর্মীর মৃত্যু

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ গার্মেন্টসকর্মীর মৃত্যু

মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিশ থেকে পঁচিশজন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে।

জানা যায়, আহতদেরকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বীথি আক্তার, ফুলি ও সাবিনাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পারভিন, রেহেনা, গোলাপী, লিপি ও সাথিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, সকাল ৭ টার সময় মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীদের বহনকারী বাস ও আরিচাগামী একটি ট্রাকের সাথে বোয়ালিয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দশ থেকে পনেরো জন। বাস-ট্রাকের চালক-হেলপার কাউকেই পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানিকগঞ্জ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত