ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাতক্ষীরায় ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরায় ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ৭ কোটি ৮ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে উক্ত মাদক দ্রব্য গুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, ভারত থেকে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে চোরাকারবারীরা মাদকের একটি বড় চালান আনার সময় ওই বিওপি‘র নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। বিজিবি সেখান থেকে এক কেজি ভারতীয় মূল্যবান মাদক ক্রিস্টাল মেথ আইস, দুই বোতল এলএসডি ও ৫ বোতল মদ জব্দ করে। জব্দকৃত এসব মাদক দ্রব্যের বাজার মূল্য ৭ কোটি ৮ লাখ টাকা ৭ হাজার ৫০০ টাকা বলে জানা গেছে। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা এসময় মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদক দ্রব্যের বিষয়ে সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারন ডায়েরী (জিডি)সহ মাদক দ্রব্য গুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে।

সাতক্ষীরা,মাদকদ্রব্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত