ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মোড়ে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হয়রত মুহাম্মদ (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন তিনি। পৃথিবীর কোনো ধর্মকেই কটূক্তি করার শিক্ষা দেয় না ইসলাম। মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সা.)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষার্থী শেখ ওবায়দুল্লাহদ, শিশির ইসলাম, কাওসার আহম্মেদসহ অনেকে।