বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পারকোলা নামক স্থানে ট্রাকচাপায় মেরাজ মন্ডল (১৯) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে।
মেরাজ মন্ডল ওই মহল্লার বরকত মন্ডলের ছেলে। এ ঘটনায় কমপক্ষে ৪ যাত্রী গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে উল্লাপাড়া যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মেরাজ নিহত হয় এবং চালকসহ ৪ জন আহত হয়ে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।