ঢাকা ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কিশোরগঞ্জে পিকআপের চাপায় নারী নিহত

কিশোরগঞ্জে পিকআপের চাপায় নারী নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে পিক-আপের চাপায় এক নারী নিহত হয়েছেন।

নিহত আফরোজা সুলতানা রুপা (৩০) উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের চন্দন মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলা এলকায় এ ঘটনা ঘটে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত আফরোজা সুলতানা রুপা কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে আসা দ্রুত গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনার পর স্থানীয় জনতা পিকআপটির গতিরোধ করলে ড্রাইভার পিকআপ রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন আছে বলেও জানান ওসি মোহাম্মদ শাহাব উদ্দিন।

কিশোরগঞ্জ,পিকআপ,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত