ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে দুর্গাপূজায় মাদক-জুয়া নিষিদ্ধ

মানিকগঞ্জে দুর্গাপূজায় মাদক-জুয়া নিষিদ্ধ

মানিকগঞ্জে পূজা চলাকালীন আশেপাশে মাদক দ্রব্যের ব্যবহার এবং জুয়ার আসর নিষিদ্ধ করা হয়েছে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান।

সোমবার সকালে হরিরামপুর উপজেলা পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ৫৪টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান, স্বাস্থ্য কর্মকর্তা মেহেরুবা পান্না, অফিসার ইনচার্জ আব্দুল মুমিন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, জামায়াতের উপজেলা আমির লোকমান হোসেন, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক কে এম তৌহিদ, ঈমাম সমিতির সভাপতি নজরুল ইসলামসহ ৫৪টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ,মাদক-জুয়া,দুর্গাপূজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত